রাশিয়াকে সতর্ক করল মালদোভা

0

রুশ এজেন্ট অনুপ্রবেশের বিষয়ে মস্কোকে সতর্ক করেছে মালদোভা। দেশটির প্রেসিডেন্ট মাইয়া সান্দু সতর্ক করে বলেছেন, মস্কো তার সরকারকে ধ্বংস করার, সাংবিধানিক আদেশকে উৎখাত করার এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মালদোভাকে ব্যবহার করার পরিকল্পনা করেছে।

সোমবার মালদোভার প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।

তিনি বলেন, রাশিয়া মালদোভার সরকারকে ব্যবহারের জন্য বিদেশি এজেন্টদের ব্যবহার করার পরিকল্পনা করছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ক্ষুদ্র দেশটিকে ব্যবহার করবে এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদান থেকে বিরত রাখবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ মালদোভার ধ্বংসের জন্য একটি রুশ গোয়েন্দা চক্রান্ত উন্মোচন করেছে।

সান্দু বলেন, মস্কোর পরিকল্পনায় রাশিয়া, মন্টিনিগ্রো, বেলারুশ ও সার্বিয়ার নাগরিকরা রুশ ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত একটি অবৈধ সরকারে বৈধ সরকারকে পরিবর্তন করতে বিক্ষোভ শুরু করার জন্য দেশে প্রবেশ করে।

তিনি বলেন, মালদোভায় সহিংসতা তৈরির ক্রেমলিনের প্রচেষ্টা কার্যকর হবে না। আমাদের মূল লক্ষ্য নাগরিক ও রাষ্ট্রের নিরাপত্তা। আমাদের লক্ষ্য দেশের শান্তি ও জনশৃঙ্খলা।

সূত্র: আল জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com