আবারও মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি রাজধানীতে আবারও দু’দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, চলমান সরকার পতন আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী ৯ ফেব্রুয়ারি গোপিবাগ ব্রাদার্স ইউনিয়ন মাঠ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা পালন করা হবে।
অপরদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী ১২ ফেব্রুয়ারি শ্যামলী ক্লাব মাঠ থেকে মোহাম্মদপুর তাজমহল রোড হয়ে বসিলা বাইপাস মোড় পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে চারটি পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।