ইশরাক গোপীবাগে, তাবিথ ভোট দেবেন গুলশানে

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গোপীবাগের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গুলশান ২ নম্বরে আল মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, দুইজনেই ১ ফেব্রুয়ারি সকাল নয়টার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি আরো জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার বেলা ১১টায় রাজধানীর শাহজাহানপুর মির্জা আব্বাস হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.