ওয়াগনার গ্রুপকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার উত্তর কোরিয়ার
ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার ওয়াগনার গ্রুপকে অস্ত্র দিয়ে উত্তর কোরিয়া সহযোগিতা করছে- যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ অস্বীকার করেছে পিয়ংইয়ং।
রোববার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে উত্তর কোরিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ অভিযোগকে ‘ভিত্তিহীন গুজব’ বলে নিন্দা করেছেন।
উত্তর কোরিয়ার মার্কিন বিষয়ক দপ্তরের মহাপরিচালক কওন জং গুন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এভাবে ‘স্ব-নির্মিত গুজব’ ছড়াতে থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র ‘সত্যিই অবাঞ্ছিত ফলাফলের’ সম্মুখীন হবে।
‘একটি অস্তিত্বহীন জিনিস তৈরি করে উত্তর কোরিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা একটি গুরুতর উস্কানি’ কওন জং গুন যোগ করেন।
তিনি আরও বলেন, মার্কিন পদক্ষেপ ‘ইউক্রেনকে অস্ত্রের প্রস্তাবকে ন্যায্যতা দেওয়ার জন্য একটি বোকামি প্রচেষ্টা’।
গত সপ্তাহের দিকে, মস্কোর আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে কিয়েভকে শক্তিশালী ও অত্যাধুনিক ৩১টি আব্রামস ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।