পালিয়ে যাওয়ার ইতিহাস আওয়ামী লীগের নেই: শেখ হাসিনা
রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘পালিয়ে যাওয়ার ইতিহাস আওয়ামী লীগের নেই। আমরা দেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করি। দুর্নীতি করে বিএনপি নেতারাই পালিয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে কাজ করে। এদেশের মাটিই আমাদের ঠিকানা।’
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আজ রোববার (২৯ জানুয়ারি) স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এ দেশে আমার মা বাবা ও ভাইদেরসহ পরিবারের সব সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দেশে একটা সময় আমার মা-বাবার হত্যার বিচারও চাওয়ার অধিকার ছিল না। আমরা ক্ষমতায় এসে দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছি।’
বিএনপি নেতাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ পালায় না। বিএনপি নেতারাই পালিয়ে বেড়ায়। আমি ওয়ান ইলেভেনের সময় বিদেশে গিয়েও জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের মুক্তির জন্য আবার দেশে ফিরে এসেছি।’
তাঁর নেতৃত্বে সরকারের বর্তমান আমলে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকেও আমি রাজশাহীতে এসে ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছি। এগুলো রাজশাহীবাসীর জন্য আমাদের সরকারের উপহার।’
জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকায় ভোট দিয়েছেন বলেই দেশের এ উন্নয়ন হয়েছে। আগামীতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।