হুমকি-ধামকি দিয়ে জনতার দল বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন রোখা যাবে না: দুদু

0

হুমকি-ধামকি দিয়ে জনতার দল বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন রোখা যাবে না। সময় যতই অল্প হোক, নির্যাতন যতই তীব্র হোক খুলনা বিভাগীয় সমাবেশ সফল হবেই।

আগামী ৪ ফেব্রুয়ারি খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ কথা বলেন।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রস্তুতি সভায় ভাইস চেয়ারম্যান দুদু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ সব কারাবন্দিদের মুক্তি দাবি করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহবার হোসেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় সহ-সম্পাদক অমলেন্দু দাশ অপু, কেন্দ্রীয় সহ-তথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com