শিমুল বিশ্বাসসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

0

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা বিএনপি।

মিছিলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তোলা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের গোপালপুরের জেলা পাড়ার পাবনা জেলা বিএনপির পুরোনো কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি পাবনা পৌরসভা, পুলিশ লাইন মোড় হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে প্রবেশ করে। এসময় ইন্দিরা মোড় ও ট্রাফিক মোড় হয়ে চাপা মসজিদ এবং বড় বাজার হয়ে আবারও জেলা বিএনপির পুরোনো কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপি, পৌর বিএনপি, সব উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা শিমুল বিশ্বাসের মুক্তিসহ বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।

‘মুক্তি মুক্তি মুক্তি চাই, শিমুল বিশ্বাসের মুক্তি চাই’, ‘জেলের তালা ভাঙব, শিমুল বিশ্বাসকে আনব’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘এবার গুলি চালালে, আমরাও চালাব’ ইত্যাদি স্লোগানে পুরো শহর মুখরিত করে তোলেন নেতাকর্মীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com