গাজায় আবারো ইসরাইলের হামলা
ইসরাইলের সেনারা এবার অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে বৃহস্পতিবার দিনের প্রথম ভাগে ‘গণহত্যা’ চালানোর পর গাজা উপত্যকায় তারা এই বিমান হামলা চালায়।
জেনিনে বৃহস্পতিবার ইসরাইলের অভিযানে ৯ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পরে- গাজার সশস্ত্র দলগুলো উচ্চ সতর্কতা জারি করেছে। একইসাথে তারা এটিকে ‘ইসরাইলের নতুন অপরাধ’ বলে অভিহিত করেছে।
খাদের হাবিব নামে ইসলামিক জিহাদের একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণ ‘আন্তর্জাতিক হস্তক্ষেপের সম্পূর্ণ অনুপস্থিতির মধ্যে পশ্চিম তীরের সমস্ত অংশে নতুন ইসরাইলি সরকারের দ্বারা নজিরবিহীন হত্যাকাণ্ড এবং আক্রমণের শিকার হয়েছে।’
এদিকে ইসরাইলের সেনাদের বিমান হামলার জবাবে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালায়।
ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, ইসরাইলের যুদ্ধবিমান গাজা উপত্যকার দক্ষিণ ও পশ্চিমে হামলা চালায়। ইসরাইলি সেনারা দাবি করেছে, তারা হামাসের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে বিমান হামলা চালায়।
কুদস নিউজ নেটওয়ার্ক খবর দিয়েছে, ফিলিস্তিনি নাগরিকদের বেশ কয়েকটি ঘরবাড়ি ইসরাইলের বিমান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার জবাবে ফিলিস্তিনের হামাস আন্দোলন গাজা উপত্যকা থেকে ইসরাইলের ওপর অন্তত আটটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাসের ছোঁড়া ক্ষেপণাস্ত্র আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করেছে।
সূত্র : আলজাজিরা