ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা মতিন স্মরণে মিলাদ ও দোয়া

0

ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর ও ছাত্রনেতা আতিকুল ইসলাম মতিন স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি।

শুক্রবার (২৭ জানুয়ারি) বাদ আসর রাজধানীর বছিলার মোল্লা বাড়ী বড় মসজিদে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান,  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ  বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোয়াজ্জেম হোসেন মতি, মহানগর সদস্য সোহেল রহমান, অ্যাডভোকেট আক্তারুজ্জামান, ইউসুফ, অ্যাডভোকেট আফতাব উদ্দিন জসীম, আদাবর থানা বিএনপির আহ্বায়ক নাসির আহমেদ, মোহাম্মদপুর থানা বিএনপিরর আহ্বায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সারোয়ার হোসেন সাকিফ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ইসহাক, যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা রুনা, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশ ও সাধারণ সম্পাদক ওসমান রেজা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির মো. কফিল উদ্দিন কফিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সব স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com