‘আওয়ামী লীগ সরকারের কাছে কিবরিয়া হত্যার সুষ্ঠু বিচার আশা করি না’

0

প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যার বিচার প্রসঙ্গে তার সন্তান গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কোনো সুষ্ঠু বিচার আশা করি না। ২ বছর তত্ত্বাবধায়ক সরকার, ২ বছর বিএনপি সরকার ও ১৪ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকেও এ হত্যার কোন বিচার হয়নি।

তিনি বলেন, সহজেই অনুমান করা যায় তারা চেষ্টা করেছেন মিথ্যা তদন্ত, মিথ্যা মামলা দিয়ে আসল খুনিদের আড়াল করতে। তাই আমি মনে করি, শেখ হাসিনা যে শাসন প্রতিষ্ঠা করেছেন সেখানে আইনের শাসন ও সুষ্ঠু বিচারের আশা করা কঠিন।

প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৭ জানুয়ারি) বনানী কবরস্থানে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত শেষে মানববন্ধনে এ কথা বলেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com