ফিনল্যান্ডকে অবশ্যই সুইডেন ছাড়া ন্যাটোতে যোগদানের বিষয়টি বিবেচনা করতে হবে

0

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন, ফিনল্যান্ডকে অবশ্যই সুইডেন ছাড়া ন্যাটোতে যোগদানের বিষয়টি বিবেচনা করতে হবে।

স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর পরিপ্রেক্ষিতে সুইডেনের ন্যাটোভুক্তি অনুমোদন করবে না বলে তুরস্ক ইঙ্গিত দেয়ার পর ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

‘আমাদের পরিস্থিতি মূল্যায়ন করতে হবে, এমন কিছু ঘটেছে কি না যা দীর্ঘমেয়াদে সুইডেনকে এগিয়ে যেতে বাধা দেবে’- এ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেছেন, ‘এখন এ বিষয়ে অবস্থান নেয়া খুব জরুরি’ এবং ‘প্রথম পছন্দ’ হিসেবে যৌথ আবেদনের বিষয়টি থাকবে।’

সূত্র : বাসস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com