ইউক্রেনে রক্তপাতে নিষ্ক্রিয় থাকবো না: পোলিশ প্রধানমন্ত্রী

0

ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক সহায়তা দেওয়া নিয়ে জলঘোলা কম করেনি জার্মানিসহ পশ্চিমা দেশগুলো। শেষপর্যন্ত বার্লিন জানিয়েছে, এই ট্যাংক পাঠাতে পোল্যান্ডকে বাধা দেবে না তারা। কিন্তু ইউক্রেনে ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিতে জার্মানি ‘সময় নষ্ট’ করেছে বলে মন্তব্য করেছেন পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি।

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠাতে পোল্যান্ডকে বাধা দেবে না জার্মানি। রবিবার (২২ জানুয়ারি) ফরাসি টেলিভিশন এলসিআই-এর সঙ্গে আলাপকালে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

এরপরই পোল্যান্ডের প্রধানমন্ত্রী রবিবার বলেন, ইউক্রেনকে উন্নতপ্রযুক্তির ট্যাংক ও অন্যান্য সামরিক সরঞ্জাম সহায়তায় জোট গঠন করা হবে। কারণ কিয়েভকে উন্নত অস্ত্র পাঠানোর বিষয়ে সময় নষ্ট করেছে জার্মানি।

মাতেউস মোরাউইকি পিএপি পোলিশ প্রেস সংবাদ সংস্থাকে আরও বলেন, ইউক্রেনের জন্য ভারী অস্ত্র পাঠানোর বিষয়টি ভালোর দিকে যাচ্ছিলো, সেই সময় সন্দেহ উত্থাপন করে জার্মানি। এদিকে শত্রু (রাশিয়া) পূর্বদিকে অবস্থান করছে। কিন্তু আমরা এমন সময় আলোচনা করে শুধু সময়ই অপচয় করেছি, বিষয়টিকে ভালোর দিকে নিয়ে যায় না।

তিনি আরও বলেন, ইউক্রেনকে আধুনিক সরঞ্জাম, আধুনিক ট্যাংক সহায়তা পাঠাতে কয়েকটি দেশ নিয়ে একটি ছোট জোট তৈরি করবো। আমরা নিষ্ক্রিয়ভাবে ইউক্রেনে রক্তপাত ঘটতে দেখতে পারি না।

ইউক্রেনকে উন্নত ট্যাংক ও অস্ত্র সহায়তায় জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে শুক্রবার (২০ জানুয়ারি) ন্যাটো ও ৫০ দেশের প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠকে বসেন। কিয়েভকে লোভনীয় জার্মান যুদ্ধ ট্যাংক ‘লেপার্ড’ সরবরাহ নিয়ে দেন দরবার হয় তাদের মধ্যে। ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দিতে জার্মানির ওপর চাপ সৃষ্টি করে মিত্রদেশগুলো।

জার্মানির আইন অনুযায়ী, যুদ্ধের উদ্দেশ্যে উৎপাদিত অস্ত্রগুলো শুধু ফেডারেল সরকারের অনুমোদন নিয়ে তৈরি, পরিবহন ও বাজারজাত করা যায়। ফলে দেশটির তৈরি লেপার্ড ২ ব্যাটল ট্যাংক অন্য কোনো দেশের হাতে থাকলেও সেটি নতুন করে ইউক্রেন বা ভিন্ন কোনো দেশে পাঠাতে হলে বার্লিনের অনুমতির প্রয়োজন হবে। জার্মান আইনে, এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেশটির চ্যান্সেলরকে দেওয়া হয়েছে। সূত্র: সিএনএন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com