৩০ বছর পালিয়ে থাকা কুখ্যাত মাফিয়া ডন গ্রেফতার

0

ইতালির কুখ্যাত সিসিলিয়ান মাফিয়াপ্রধান মাত্তেও মেসিনা ডেনারোকে গ্রেফতার করেছে পুলিশ।

দীর্ঘ ৩০ বছর পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করা হলো। ৬০ বছর বয়সি ডেনারো ১৯৯৩ সাল থেকে আত্মগোপনে ছিলেন।

সিসিলিয়ান শহরের একটি বেসরকারি ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়। আন্দ্রেয়া বোনাফেড ছদ্মনামে প্রায় এক বছর ধরে সেখানে মাঝে মধ্যে চিকিৎসা গ্রহণ করতেন ভয়ঙ্কর এ খুনি।

স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ক্লিনিক থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিসিলিয়ান রাজধানীর লরেঞ্জো ব্যারাকে স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, ক্লিনিকে পুলিশ হাজির হওয়ার পর পালানোর চেষ্টা করেছিলেন ডেনারো। কিন্তু ঘিরে ফেলার পর আর কোনো বাধা দেওয়ার চেষ্টা করেননি।

ডেনারোকে একসময় সিসিলিয়ান মাফিয়াপ্রধানদের প্রধান হওয়ার মতো ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।

২০১৬ সালে বার্নার্ডো প্রোভেঞ্জানো এবং ২০১৭ সালে সালভাতোরে রিনার মৃত্যুর পর তাকে শীর্ষ মাফিয়ার প্রধানের পদের প্রার্থী মনে করা হতো।

ডেনারোর ডাকনাম দিয়াবোলিক বা ইউ সিক্কু (চিকন)। ১৯৬২ সালে সিসিলির কাস্তেলভেত্রানোতে তার জন্ম।

খবর আরব নিউজের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com