ফেদেরারের বিদায় ফাইনালে ‘জোকার’

0

নক্ষত্রপতন? সে তো হবেই। দুই মহানায়কের দ্বৈরথ শেষে একজনকে বিদায় নিতে হবে, এ তো জানাই।আগেরদিন টুপ করে ঝরে পড়েছেন রাফায়েল নাদাল। কাল বিদায় নিলেন রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনের আকাশ থেকে ঝরে পড়ল দুই তারকা।

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম তাহলে রং হারাচ্ছে। বৃহস্পতিবার আর যাই হোক, সুইস টেনিস আইকনের বৃহস্পতি তুঙ্গে ছিল না। রড লেভার অ্যারেনায় সেমিফাইনালে নোভাক জোকোভিচ জিতলেন ৭-৬ (৭-১), ৬-৪, ৬-৩-এ। ফেড-এক্সকে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেলেন সার্বীয় তারকা।

শুরুটা ভালোই করেছিলেন ফেদেরার। ‘জোকার’কেই বরং নার্ভাস দেখাচ্ছিল। প্রথম সেটে ৪-১-এ এগিয়ে গিয়েছিলেন ফেদেরার। চাপের মুখে ঘুরে দাঁড়ান জোকোভিচ। চড়া সুর ফিরে পেতেই ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়েন ফেদেরার। একসময় হারিয়ে গেলেন ম্যাচ থেকে।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচের কথায় উঠে এলো সত্যটা, ‘রজারের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সেরা ফর্মের ধারেকাছেও ছিল না সে। চোটও ছিল। কৃতিত্ব ওর প্রাপ্য।’ এবার কী র‌্যাকেট তুলে রাখবেন ফেদেরার? জল্পনা শুরু হয়ে গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com