ইরানের সঙ্গে বসছে রাশিয়া

0

ঘনিষ্ঠ মিত্র ইরানের সঙ্গে আলোচনায় বসছে রাশিয়া। আগামী মঙ্গলবার মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠকের কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেছেন, আলোচনায় ইরানের পরমাণু চুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

মারিয়া জাখারোভার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, জাতিসংঘসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দুই দেশের তৎপরতা, সিরিয়া, আফগানিস্তান এবং ককেশাস পরিস্থিতিও দুই নেতার বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে।

দীর্ঘদিন থেকেই রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত ইরান। ইউক্রেনের যুদ্ধ এই দুই দেশকে আরও কাছে টেনেছে। ইরানি ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। অন্যদিকে এই সংঘাতের জন্য পশ্চিমাদের দুষছে তেহরান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com