১০ দফার মাধ্যমে আ.লীগ সরকারের পতন ঘটাতে চাই: ড. মোশাররফ
‘১০ দফার মাধ্যমে সরকারের পতন ঘটাতে চাই’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের মানুষ সোচ্চার হয়েছেন। আওয়াজ তুলেছেন। এই সরকার আর রাষ্ট্রকে মেরামত করতে পারবে না।’
আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কার্যালয়ের সামনে বিএনপি ঘোষিত গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন আরও বলেন, ‘বিএনপি যখনই গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ কর্মসূচি দেয়, তখনই তারা (সরকার) বলে আমরা নাকি বিশৃঙ্খলা তৈরি করি। আজকের শান্তিপূর্ণ কর্মসূচি প্রমাণ করে আমরা বিশৃঙ্খলা করি না। আপনারা বিশৃঙ্খলা তৈরি করবেন না, উসকানি দেবেন না।’
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার আমাদের ১০ দফা মানবে না। তাই আমাদের চ্যালেঞ্জ—এই সরকারকে দেখতে চাই না। আন্তর্জাতিকভাবেও চায় না। সুশৃঙ্খল কর্মসূচি পালন করার মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়ে আমরা রাষ্ট্র মেরামত করব।’