১২ দলীয় জোটের গণঅবস্থান
অবিলম্বে সরকারের পদত্যাগ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তিসহ ১০ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছেন ১২ দলীয় জোটের নেতাকর্মীরা।
বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির পেছনে এই গণঅবস্থান কর্মসূচি শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, এনডিপির ক্বারী আবু তাহের, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির আহসান হাবিব লিংকন, ইসলামী ঐক্যজোটের অধ্যাপক আবদুল করিম, জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুহিউদ্দীন ইকরাম প্রমুখ।