ময়মনসিংহে গণঅবস্থান: বিএনপি নেতাকর্মীদের বহনকারী ২ বাসে ভাঙচুর
ময়মনসিংহ বিএনপির বিভাগীয় গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে আসা নেতাকর্মীদের বহনকারী দু’টি বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় ময়মনসিংহ নগরের জুবলীঘাট সড়কে কিশোরগঞ্জ থেকে আসা যাতায়াত প্রাইভেট লিমিটেড নামে দু’টি বাসে ভাঙচুর করা হয়।
আওয়ামী লীগ নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন হামলার শিকার একটি বাসের হেলপার মো. সেলিম মিয়া।
তিনি জানান, কিশোরগঞ্জ থেকে বিএনপি নেতাকর্মীদের নিয়ে ময়মনসিংহ শহরে এলে হঠাৎ আওয়ামী লীগ নেতাকর্মীরা হকিস্টিক ও দেশি অস্ত্র নিয়ে হামলা করেন। এসময় দু’টি বাস ভাঙচুর করে হয়। তারা আমাকে ও বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করেন।