বায়ু দূষণে আবারো পৃথিবীর সব শহরকে ছাড়িয়ে শীর্ষ উঠে এলো ঢাকা
বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য ভিত্তিক বায়ু দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালে দেখা গেছে, ২৭৪ মান নিয়ে দূষিত শহর হিসেবে ঢাকা সবার উপরে অবস্থান করছে। ঢাকার পরে ক্রমান্বয়ে রয়েছে, কিরখিজিস্তানের বিশকেক, পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি, কাজাকাস্থানের নূর-সুলতান, কুয়েতের কুয়েত সিটি, মঙ্গলিয়ার উললানবাথার, ভারতের কলকাতা, ইরানের তেহরানের মতো শহরগুলো।
এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের (একিউআই) মান যদি ২০০ এর বেশি থাকলে ওই এলাকাকে খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। সে হিসেবে বৃহস্পতিবার ঢাকার মানুষ খুবই অস্বাস্থ্যকর বায়ু গ্রহণ করছেন।
এয়ার ভিজ্যুয়ালের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সকাল থেকে ঢাকার একিউআই ২০০ এর উপরে ছিলো।
ঢাকার সাতটি এলাকার বায়ু মান পর্যবেক্ষণ করে এয়ার ভিজ্যুয়াল। এরমধ্যে মিরপুর এলাকায় একিউআই ২০০ এর নিচে ছিলো। এছাড়া কারওয়ান বাজার, মোহাম্মদপুর ও গুলশান, উত্তরা, নর্দ্দা এলাবায় একিউআই ২০০ এর উপরে।