বাইডেনের সঙ্গে আলোচনা লুলার

0

ব্রাজিলে বিভিন্ন সরকারি স্থাপনায় বিক্ষোভকারীদের তাণ্ডবের ঘটনায় ক্ষুব্ধ দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এ ঘটনায় সোমবার ফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

লুইজ ইনাসিও লুলা দা সিলভার দফতরের তরফে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০২২ সালের অক্টোবরে তৎকালীন প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে পরাজিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন বামপন্থি রাজনীতিক লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তবে নির্বাচনের এমন ফল মেনে নিতে পারেনি পরাজিত প্রার্থীর সমর্থকরা। গত ৮ জানুয়ারি একযোগে ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেস, পার্লামেন্ট ও এবং সুপ্রিম কোর্টে হামলা চালায় তারা।

এ ঘটনার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, বিক্ষোভকারীরা যা করেছে গণতন্ত্রে এমন কর্মকাণ্ডের কোনও স্থান নেই। আঙ্কারা ব্রাজিলের বৈধ প্রেসিডেন্টের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানায়। দেশটির জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি তুরস্ক শ্রদ্ধাশীল।

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যা ঘটেছে সেটি নিন্দাজনক। প্রেসিডেন্ট লুলার প্রতি মস্কোর পূর্ণ সমর্থন রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com