জনগণের ইসিতেই আস্থা নেই, ‘ভোট চুরির মেশিন’ ইভিএমে ভোটের প্রশ্নই আসে না: ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ইভিএমকে ‘ভোট চুরির মেশিন’ উল্লেখ করে বলেছেন, যেখানে নির্বাচন কমিশনের (ইসি) ওপর জনগণের মোটেও আস্থা নেই সেখানে ইভিএমে ভোট গ্রহণ মেনে নেয়ার প্রশ্নই আসে না।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে বান্দরবান শহরের হোটেল গ্র্যান্ড ভ্যালির সম্মেলন কক্ষে ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জয়নুল আবেদিন ফারুক আরো বলেন, ‘রাতের ভোটে নির্বাচিত এই সরকারের হাজার কোটি টাকা লুটপাটের বিচার এ দেশের মাটিতেই হবে। জনগণই সেই বিচার করবে। দেশে জুলুমবাজ সরকার বেশিদিন টিকবে না। এ সরকারের পতন ঘটবে। ব্যালটের মাধ্যমেই এই সরকারের পতন হবে।’
সভায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।