রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে ইরানের: রাইসি

0

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্ক কৌশলগত। রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে ইরানের।

তেহরানে রাশিয়ার নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে ইব্রাহিম রাইসি রোববার এ কথা বলেন। খবর তাসনিম নিউজের।

এ সময় রাইসি বলেন, দুই দেশের মধ্যে বহুক্ষেত্র পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।

তেহরান ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট রাইসি ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রেসিডেন্টের তথ্য বিভাগ জানিয়েছে, ইব্রাহিম রাইসি রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেক্সি দেদভের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে তেহরান-মস্কো সম্পর্ককে কৌশলগত বলে উল্লেখ করেছেন।

রুশ রাষ্ট্রদূত দেদভও বলেছেন, মস্কো-তেহরান সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন হবে তার কর্মপরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতার কারণে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নীতি ব্যর্থ হয়ে গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com