রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নুর আমিনকে ধর্ষণ ও হত্যার ঘটনা দুই বছর হলেও এখনো বিচার কাজ শেষ হয়নি। দ্রুত বিচারকাজ শেষ করে আসামি তানভীর ইফতেফার দিহানকে উপযুক্ত শাস্তিসহ তিন দফা দাবি জানিয়েছেন আনুশকার মা শাহ নুরী আমিন।
শনিবার (৭ জানুয়ারি) রাতে মাস্টারমাইন্ড স্কুলের গেটের বাহিরে আয়োজিত মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচীতে এ দাবি জানানো হয়। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে মোমবাতি প্রজ্জ্বলন ও সেখান থেকে মৌন মিছিল বের করে কলাবাগান মাস্টারমাইন্ড স্কুলের সামনে শেষ হয়। এসময় আনুশকার পরিবারের সদস্য ও সহপাঠীরা উপস্থিত ছিলেন।
নিহত আনুশকার মা শাহ নুরী আমিন বলেন, আমার মেয়ে হত্যার দুই বছর পার হলেও এখনো বিচারকাজ শেষ করা হয়নি। আদালতে আমাদের সাক্ষ্য নেওয়া হলেও বাড়ির কেয়ারটেকারকে তিন দফায় ডাকার পর তিনি সাক্ষ্য দিয়েছেন। বর্তমানে আগামী ফেব্রুয়ারি মাসে মামলার দিন নির্ধারণ করা হয়েছে। দ্রুত সময়ে বিচারকাজ শেষ করার দাবি জানাচ্ছি। যেন ভবিষ্যতে তারা ক্ষমতা দেখিয়ে আর কোনো মেয়ের জীবন নষ্ট না করতে পারে। কোনো মায়ের বুক যেন খালি না হয়।