৭ দফা দাবিতে হিন্দু-বৌধ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশ

0

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে রোডমার্চ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেবে বাংলাদেশ হিন্দু-বৌধ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদ। এ উপলক্ষে শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় রমনা কালী মন্দির সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে সংগঠনটি।

সমাবেশে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সাত দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো– জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, সমতলের অধিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ কার্যকরীকরণ, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন।

এর আগে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে রমনা কালী মন্দির সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। মিছিলে নেতাকর্মীরা ধর্ম যার যার, রাষ্ট্র সবার, পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা, সংখ্যালঘু কমিশন গঠন করো! করতে হবে! ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।

সমাবেশে মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, আমরা দীর্ঘদিন ধরে সাত দফা দাবি পেশ করে আসছি। ২০১৮ সালে সরকার নির্বাচনী ইশতেহারে আমাদের আশ্বাস দিলেও তার কোনও বাস্তবায়ন হয়নি। আমরা অবিলম্বে আমাদের দাবির বাস্তবায়ন চাই। আমরা আর অবহেলিত হতে চাই, নির্যাতিত হতে চাই না। আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র চাই না, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই!

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com