কিয়েভে সম্মেলন করবে ইউক্রেন-ইইউ

0

আগামী ৩ ফেব্রুয়ারি কিয়েভে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেন সম্মেলন করবে। সোমবার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দেওয়া নিয়ে আলোচনা করতে মূলত এ সম্মেলন। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়েছে, জেলেনস্কি এ বছর তার প্রথম টেলিফোন কলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এতে আরও বলা হয়, দুপক্ষই কিয়েভে আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন-ইইউ শীর্ষ সম্মেলনের প্রত্যাশিত ফলাফল নিয়ে আলোচনা করেছেন এবং এ ব্যাপারে প্রস্তুতিমূলক কাজ জোরদার করতে সম্মত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, নেতারা ইউক্রেনে ‘যথাযথ’ অস্ত্র সরবরাহ এবং নতুন করে ১৮ বিলিয়ন ইউরো (১৯ বিলিয়ন ডলার) আর্থিক সহায়তা কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ চলছে ইউক্রেনে। রাশিয়ার আক্রমণে বহু ইউক্রেনীয় নিহত হয়েছেন। যুদ্ধ কবে বন্ধ হবে সে বিষয়ে কোনো বার্তা পাওয়া যাচ্ছে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com