এ বছর প্রচুর টাকা জমাতে চাই: নুসরাত ফারিয়া
২০২২ পেরিয়ে শুরু হয়ে গেছে ২০২৩। নতুন এই বছরকে ঘিরে মানুষের পরিকল্পনার শেষ নেই। শোবিজ তারকারা তো আরেক ধাপ এগিয়ে। বেশিরভাগ তারকাই চাইছেন নিজের সেরা কাজের মাধ্যমে বছরটাকে স্মরণীয় করে রাখতে। দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার জন্য নতুন বছরটা হতে পারে বিশেষ। কারণ এ বছরই মুক্তি পাবে তার অভিনীত বহুল কাঙিক্ষত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’।
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বায়োপিক ছাড়াও এ বছর দুই বাংলায় আরও একাধিক সিনেমা মুক্তি পাবে ‘আশিকী’ তারকার। এরমধ্যে বিভিন্ন উৎসবে ঘুরে মুক্তির জন্য প্রস্তুত ‘পাতালঘর’। শিগগিরই শুটিং ফ্লোরে যাবে ‘ফুটবল ৭১’।
এছাড়া কলকাতায় মুক্তির মিছিলে আছে অঙ্কুশের সঙ্গে ‘ভয়’ এবং যশের সঙ্গে ‘রকস্টার’। ফারিয়া-অঙ্কুশের ‘আবার বিবাহ অভিযান’ও ২০২৩ সালেই মুক্তি পাওয়ার কথা। সিনেমাটির বাকি অংশের শুটিং এবং ডাবিংয়ের জন্য শিগগিরই কলকাতায় উড়াল দেবেন ফারিয়া।
সিনেমাগুলোর কাজে চলতি বছর প্রচুর ব্যস্ত থাকতে হবে এই তারকাকে। সঙ্গে যুক্ত হতে পারে আরও নতুন নতুন প্রজেক্ট। তবে এসবের ফাঁকে নতুন বছরে একটি বিশেষ কাজে মনোযোগী থাকবেন ফারিয়া। এ বছর প্রচুর টাকা জমাবেন তিনি। সোমবার রাতে ঢাকা পোস্টকে ফারিয়া নিজেই কথাটি জানিয়েছেন।
নায়িকা বলেন, ‘এ বছর আমি প্রচুর টাকা জমাতে চাই। যেটা জীবনে করিনি। আমি কখনো এক টাকাও জমাইনি। কিন্তু নিজের অর্থনৈতিক নিরাপত্তা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সে জায়গা থেকেই কাজটি আমি সিরিয়াসলি করতে চাই।’
এই নায়িকার আরও যোগ করেন, ‘পারিবারিকভাবে অর্থনৈতিক দিক থেকে আমি অনেক ভালোই আছি আলহামদুলিল্লাহ। তবে সেটা আরও বাড়াতে চাই। আরেকটু বেশি গোছানো হলে জীবনটাও আরও সুন্দর হবে।’
এ বছর নিজেকে অনেক ভালোবাসবেন বলেও জানালেন ফারিয়া। বললেন, ‘এ বছর নিজেকে অনেক ভালোবাসবো। নিজের বিভিন্ন বিষয়ের প্রতি যত্নশীল হবো। স্বাস্থ্যের দিকে নজর দেবো। নিজে ভালো থাকলেই তো সব ভালো।’সূত্র: ঢাকাপোস্ট