ভারতের অন্ধ্রপ্রদেশে সাবেক মুখ্যমন্ত্রীর সভায় পদদলিত হয়ে নিহত আরও ৩
ভারতের অন্ধ্রপ্রদেশে সপ্তাহের ব্যবধানে সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু’র সমাবেশে আবারও পদদলিত হয়ে নিহতের ঘটনা ঘটেছে। রোববার (১ জানুয়ারি) হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন নারী।
রাজ্যের গুন্টুর জেলায় ছিল তেলেগু দেশম পার্টি টিডিপির রাজনৈতিক সমাবেশ। এতে অন্তত ১০ হাজার কর্মী-সমর্থক যোগ দেন। সেখানে ভিড়ের চাপে ছড়িয়ে পড়ে অসন্তোষ। হুড়োহুড়িতে পায়ের তলায় পিষ্ট হন অনেকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ নারীর। আহত হন আরও অনেকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে, সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ‘রোড শো’ চলাকালীন পদপিষ্ট হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
সবশেষ ঘটনার পর স্বজন হারানো ভুক্তভোগী পরিবারগুলোকে নাইডু ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
অন্ধ্রপ্রদেশের একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, এ ঘটনা যখন ঘটে তখন জনসভা শেষ করে নাইডু তার বাসভবনে ফিরে যান।
তেলেগু দেশম পার্টির প্রধান রাজ্যজুড়ে একাধিক বৈঠক করার কর্মসূচি হাতে নিয়েছেন, ২০২৪ সালে বিধানসভা নির্বাচনের আগে।
এর আগে গত ১৭ ডিসেম্বর টিডিপি ও ওয়াইএসার কংগ্রেস কর্মী-সমর্থকদের সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
সূত্র: এনডিটিভি