দেশের প্রথিতযশা আইনজীবী খন্দকার মাহবুব জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, দোয়া চেয়েছে পরিবার

0

দেশের প্রথিতযশা আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফসাপোর্টে আছেন। তার জন্য দোয়া চেয়েছে পরিবার।

খন্দকার মাহবুব হোসেন ২৮ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে লাইফ সাপোর্টে আছেন। শনিবার সকাল ১০ টা ৩০ টায় সর্বশেষ খবরে জানা গেছে তিনি সংকটময় মুহূর্তে আছেন।

পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে।

খন্দকার মাহবুব হোসেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির চারবারের সাবেক সভাপতি।

খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি বরগুনার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্যে গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন খন্দকার মাহবুব হোসেন। তিনি দীর্ঘ আইন পেশায় বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com