আবারো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উ. কোরিয়ার

0

সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া শনিবার কমপক্ষে একটি ‘অনির্দিষ্ট ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার পাঁচটি ড্রোন অভিন্ন সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশের মাত্র কয়েক দিন পর তারা এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো

উত্তর কোরিয়া তাদের সবচেয়ে অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রসহ নজিরবিহীনভাবে একের পর এক বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালানোয় এ বছর কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা চরম বৃদ্ধি পেয়েছে। গত মাসে আন্তঃমহাদেশীয় ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ শনিবার বলেন, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে একটি অনির্দিষ্ট ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি জাপান সাগর নামে পরিচিত বলে তিনি উল্লেখ করেন।’

সোমবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশ করায় দেশটির সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান মোতায়েনের প্রস্তুতি নেয় এবং হেলিকপ্টার অভিযান চালায়। কিন্তু পাঁচ ঘণ্টার অভিযান সত্ত্বেও সামরিক বাহিনী কোন ড্রোন গুলি করে ভূপাতিত করতে ব্যর্থ হয়। এরফলে ব্যাপক সমালোচনা হয় এবং দেশের প্রতিরক্ষামন্ত্রী ক্ষমা চান।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ঘটনাটিকে ‘অসহনীয়’ বলেছেন।

তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়াকে এমনটা নিশ্চিত করতে হবে যে ‘উস্কানি সব সময় কঠোর পরিণতির মুখোমুখী হয়, পিয়ংইয়ং তা যাতে বুঝতে পারে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com