মস্কোতে তুরস্ক, সিরিয়া ও রাশিয়ার আলোচনা

0

রাশিয়া, তুরস্ক ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা মস্কোতে এক আলোচনায় অংশ নিয়েছেন। যা দশক দীর্ঘ সিরিয়ার যুদ্ধ অবসানে তুরস্ক ও সিরিয়ার আগ্রহের ইঙ্গিত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তুরক্ষের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার বলেছে, তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এবং জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি)-এর প্রধান বৈঠকে অংশগ্রহণ করেন। সিরিয়ার পক্ষে অংশ নেন সিরীয় প্রতিরক্ষামন্ত্রী আলি মাহমুদ আব্বাস ও সিরীয় গোয়েন্দা প্রধান আলি মামলুক। সঙ্গে ছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

রুশ বার্তা সংস্থা আরআইএ বলেছে, সিরিয়া সংকট ও শরণার্থী সমস্যা সমাধান এবং সিরিয়ায় চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে আলোচনা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, তুরস্ক, রাশিয়া ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা সিরিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে ত্রিপক্ষীয় আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com