পথচারীর পকেটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

0

পথচারীর পকেটে মাদক দিয়ে ফাঁসানোর ঘটনায় পল্লবী থানার সাময়িক বরখাস্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। অন্য দুই আসামি হলেন মো. রুবেল ও মো. সোহেল রানা।

বুধবার (২৮ ডিসেম্বর) ক্যান্টনমেন্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মো. শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে পথচারী খলিলুর রহমানের পকেটে ঢুকিয়ে দেন এএসআই মাহবুবুল আলম। এরপর ওই পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলাও দেয় পুলিশ। পরবর্তীতে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ভিডিও বেসরকারি টেলিভিশনে প্রচার হয়।

এরপর এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। একইসঙ্গে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এএসআই মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন পল্লবী থানার উপ-পরিদর্শক খালিদ হাসান তন্ময়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com