বিক্ষোভকারীদের যে কঠোর হুশিয়ারি দিল ইরান

0

নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর থেকেই হিজাব-বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে ইরানে। শততম দিনে এসেও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা।

এবার সরাসরিই বিক্ষোভকারীদের হুমকি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ‘কোনো দয়া দেখানো হবে না’ বলেই হুশিয়ারি দিয়েছেন।

তেহরানে দেওয়া এক ভাষণে রাইসি বলেছেন, ‘সবার জন্যই জাতীয় আলিঙ্গন বা অভ্যর্থনার পথ খোলা তবে যারা শত্রুতা করছে তাদের কারো প্রতি কোনো দয়া দেখানো হবে না।’

এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শতাধিক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হাজারো মানুষকে গ্রেফতার করেছে ইরান প্রশাসন। একটি বিদেশি মানবাধিকার সংস্থার মতে হিজাব-বিরোধী আন্দোলনজনিত সহিংসতায় এখন পর্যন্ত সাড়ে চারশ’র বেশি মানুষ নিহত হয়েছে।

সূত্র: এএফপি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com