মদ ও জুয়া চালু করেন জিয়াউর রহমান: তথ্যমন্ত্রী

0

আজ রবিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপকমিটির সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি একথা বলেন।

‘আওয়ামী লীগের নেতৃত্বাধীন জুয়াড়ি সরকার’ মির্জা ফখরুলের এমন বক্তব্যের তার প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, দেশে মদ, জুয়া, হাউজি, উদাম নৃত্যের চালু কে করেছে?

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মদ, জুয়াকে নিষিদ্ধ করেছিলেন। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর ক্ষমতায় এসে মদ, জুয়া, হাউজি, উদ্দাম নৃত্য চালু করেন। তারপর খালেদা জিয়া ক্ষমতায় এসে তার প্রসার ঘটান। মির্জা আব্বাস, ফালুরাই ক্যাসিনোর সঙ্গে জড়িত ছিলেন।’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‌‘এটা দেশে অনেকদিন ধরেই ছিল। হঠাৎ করেই হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে।’

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান হাওয়া ভবন খোলে দুর্নীতি করেছেন। খালেদা জিয়া ও তার অর্থমন্ত্রী কালো টাকা সাদা করছেন। এতিমের টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়েছেন। যে কারণে সাজা ভোগ করছেন তিনি।’

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে লন্ডনে তারেক জিয়া যে আয়কর রিটার্ন দাখিল করেছেন, সেখানে ক্যাসিনো থেকেও আয় দেখানো হয়েছে। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, সমালোচনা করার আগে আয়নায় নিজের মুখ দেখার জন্য।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রতি সপ্তাহেই সরকারের পদত্যাগের দাবি করেন মির্জা ফখরুল। এটা গত ১০ বছর ধরেই দেখছি। ব্যর্থতার দায়ে বরং মহাসচিবের পদ থেকে তারই পদত্যাগ করা উচিত।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com