ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুলকে চিঠি মোদি সরকারের
ভারত জোড়ো যাত্রা নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। এতে করোনা বিধি না মানতে পারলে এই আয়োজন বন্ধের আহ্বান জানানো হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
চিঠিতে বলা হয়েছে, ভারত জোড়ো যাত্রার সময় কঠোরভাবে কোভিড বিধি পালন করতে হবে। যা আপাতত রাজস্থানে চলছে (মঙ্গলবারই রাজস্থানে শেষদিন ছিল, তারপর হরিয়ানায় প্রবেশ করেছে)। এতে অংশগ্রহণকারীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। যারা কোভিডের টিকা নিয়েছেন, শুধু তারাই এতে অংশ নিতে পারবেন।
চিঠিতে আরও বলা হয়, যদি করোনা বিধি পালন করা না হয়, তাহলে জনস্বাস্থ্য বিবেচনায় ‘ভারত জোড়ো যাত্রা’ পিছিয়ে দিতে হবে।
কংগ্রেসের দাবি, এখন দেশের বিভিন্ন প্রান্তে জনসভা হচ্ছে। সেখানে কোনও সমস্যা হচ্ছে না কেন্দ্রীয় সরকারের।
লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের এমপি অধীর চৌধুরী বলেন, ‘আমি বিজেপির থেকে জানতে চাই যে, গুজরাটের বিধানসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি কোভিড বিধি পালন করেছিলেন? আমার মনে হয়, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা পছন্দ হয়নি মনসুখ মাণ্ডবিয়ার। কিন্তু মানুষের ওই যাত্রা পছন্দ হয়েছে এবং তাতে যোগ দিচ্ছেন। মানুষের নজর ঘোরানোর কাজে মাণ্ডবিয়াকে নিযুক্ত করা হয়েছে।’
কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরম বলেন, ‘আমি ওই চিঠি দেখিনি। কিন্তু বর্তমানে কী কী কোভিডবিধি মেনে চলা হচ্ছে? অন্যান্য জমায়েতে তো কোনও করোনাবিধি নেই। যদি বিজেপি ভয় না পেয়ে যায়, তাহলে ভারত জোড়ো যাত্রার দিকে আচমকা নজর পড়লো কেন?’