কেনিয়ায় শ্রেণি কক্ষ ধসে ৭ শিশু নিহত
উদ্ধার কর্মীরা জানান, কেনিয়ার ডাগোরেত্তির প্রিভিয়াস ট্যালেন্ট একাডেমিতে শ্রেণি কক্ষ ধসে ৭ শিশু নিহত ও আরো অনেক শিশু আহত হয়েছে। এ ঘটনায় ডাগোরেত্তির বাসিন্দারা ঘটনাস্থলে বিক্ষোভ প্রদর্শন করে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শ্রেণি কক্ষ ধসের ঘটনায় এখনো অন্তত ১২ জন শিশু আটকা পড়ে আছে।
আঞ্চলিক পুলিশ প্রধান জর্জ সিদা বলেন, শ্রেণি কক্ষ ধসে ‘সাত শিশু প্রাণ হারিয়েছে। এটা খুবই দুঃখজনক।