মার্কিন রাষ্ট্রদূত পিটাস ডি হাসের নিরাপত্তার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটাস ডি হাসের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, আমাদের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এত শক্ত যে প্রত্যেকটা ওয়ার্ডে বিট পুলিশ রয়েছে। খবর শোনার পর স্থানীয় থানার ওসি সিভিল পোশাকেই সেখানে ছুটে গিয়েছিলেন। পুলিশের পোশাক পরার সময়ও পাননি।
রোববার সচিবালয়ে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মার্কিন রাষ্ট্রদূত তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার শাহীনবাগে বিএনপির এক নিখোঁজ নেতার বোনের বাড়ি গিয়েছেন। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানার কথা ছিল। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না, আমরাও জানি না। আমাদের কাছে কোনো তথ্য দেয়নি।
মন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বিএনপি নেতার বাড়িতে যাওয়ার তথ্য কিভাবে ফাঁস হয়েছে তা আমাদের জানা নেই। আমাদের জানার কথাও না। তার অফিস থেকেও ফাঁস হতে পারে।