সরকার বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে গিয়ে মানুষের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছে: অলি

0

মানুষের আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ তিন গুণ বেড়েছে উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের নামে মানুষকে কবর দিয়েছে। বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে গিয়ে মানুষের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির পার্টি অফিসে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, দেশে ১৫ দিন বা এক মাস চলার মতোও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেই। এছাড়া দেশীয় মুদ্রার সংকট সৃষ্টি হয়েছে।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছে, তাদের লক্ষ্য মানুষের সেবা করা নয়, ধ্বংস করা। তারা এখন ধ্বংসের খেলায় মেতে উঠেছে। যারা তাদের দল করে না, তাদের ‘যেখানে পাও সেখানে ধ্বংস করো’-এটা এখন এই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করে, বিএনপি অফিসে হামলা করে সরকার ১০ তারিখের সমাবেশ পণ্ড করতে চেয়েছিল। তারপরও বিএনপির গণসমাবেশ সফল হয়েছে। লাখ লাখ সাধারণ মানুষ অংশ নিয়েছে। এই গণসমাবেশ প্রমাণ করেছে হামলা-মামলা, গুলি চালিয়েও আন্দোলন দমানো যায় না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com