মহান বিজয় দিবসকে ‘কলঙ্কময়’ দিন বললেন আওয়ামী লীগ নেতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় বিজয় দিবসকে কলঙ্কময় দিন বলে মন্তব্য করেছেন আলাউদ্দিন মল্লিক নামের এক আওয়ামী লীগ নেতা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের শহীদ স্মৃতিফলকে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে দেওয়া ওই বক্তব্য ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উপজেলায় আলোচনা-সমালোচনা চলছে। রাজনৈতিক মহলে বইছে নিন্দার ঝড়।
আলাউদ্দিন মল্লিক পাঙ্গাসী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কয়াবিল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত নয়মুদ্দিনের ছেলে।
লাইভে দেখা যায়, শহীদ মিনারে পুষ্পমাল্য হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছেন ওই নেতা। এরপর পাশ থেকে একজন জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলে শেষ না হতেই আলাউদ্দিন মল্লিক ফেসবুক লাইভে আসার বিষয়টি নিশ্চিত হন৷ বিসমিল্লাহির রহমানির রাহিম বলে তিনি বক্তব্য শুরু করেন।
এ সময় মল্লিক বলেন, ‘আজকের এ মহান বিজয় দিবস, বাঙালী জাতির একটি কলঙ্কময় দিন। আজকের এ দিনে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭ মার্চের ভাষণে তরুণ সমাজের নেতৃত্বে, বাংলাদেশের অগ্রগামী স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই বাঙালীর ওপর পাকিস্তানের নির্যাতন জুলুম, সেই নির্যাতন জুলুমের মধ্যে দিয়ে আজকে বাঙালি জাতি মুক্তি পেয়েছিল। আমরা বাঙালি জাতি হিসেবে বলতে চাই ৭১-এ যারা স্বাধীনতায় অংশ নিয়েছিল বীর শহিদ মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। একই সঙ্গে যারা বেঁচে আছেন তাদের লাল গোলাপ শুভেচ্ছা।’
এমন বক্তব্যের বিষয়ে আলাউদ্দিন মল্লিক বলেন, ‘আমি বিভিন্ন জায়গায় বক্তব্য দেই। শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বক্তব্য দেওয়ার সময় মুখ ফসকে বিজয় দিবসকে কলঙ্কময় দিন বলে ফেলেছি।’
কিছু সময় পর তিনি বলেন, ‘আমরা তো নেতা না, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাত্র। নিজের টাকা খরচ করে রাজনীতি করি। এ পদ থাকলেই কী, আর না থাকলেই কী।’