গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সোহরাব উদ্দিনের জানাজায় মানুষের ঢল

0

গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি দৈনিক আজকের জনতার সম্পাদক ও প্রকাশক মো. সোহরাব উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বুধবার সকাল ১০টায় শহিদ বরকত স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেযারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, সোহরাব উদ্দিনের মৃত্যুতে মহানগর বিএনপির নেতৃত্বের শূন্যতার সৃষ্টি হয়েছে। এ শূন্যতা পূরণ হওয়ার নয়।

সকাল সোয়া ৯টায় মরহুমের বহনকারী অ্যাম্বুলেন্সটি শহরের শহিদ বরবকত স্টেডিয়ামে এসে পৌঁছলে দলীয় কর্মী-সমর্থকসহ সোহরাবের সাংবাদিক সহকর্মীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় তার রুহের মাগফিরাত কামনা ও স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুর সিটি করপোরেশনের (সাময়িক বরখাস্ত) মেয়র মো. জাহাঙ্গীর আলম, মহানগর জাতীয় পার্টির সভাপতি এমএম নিয়াজ উদ্দিন, বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. মাজহারুল আলম, শওকত হোসেন সরকার, শাহ রিয়াজুল হান্নান, কাজী সাইয়েদুল আলম বাবুল, পৌর মেয়র মজিবুর রহমান, সালাউদ্দিন সরকার, আফজাল হোসেন কায়সার, মেহেদী হাসান এলিস, আব্দুস সালম, হাসান আজমল ভূঁইয়া, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম প্রমুখ।

জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঘটনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com