আমার ভোট আমি দেবো, দিনের ভোট রাতে দেবো নীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আজকে এটাই প্রমাণ হয়েছে, জুলুম নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না। ইতিহাস থেকে আমরা সেই শিক্ষাই পাই।
তিনি বলেন, আজ দিবালোকের মতো পরিষ্কার আওয়ামী লীগ এই নীতিতে বিশ্বাসী যে আমার ভোট আমি দেবো, দিনের ভোট রাতে দেবো। আমরা সেটা হতে দিবো না।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে এসব কথা বলেন আব্দুল মঈন খান।
শুক্রবার গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পাওয়ার পর পরই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। রাতে নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায় মাঠ।
স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, কোনো ভয়ভীতি দেখিয়ে সমাবেশ বাধাগ্রস্ত করতে পারেনি সরকার। জনগণ সর্বাত্মকভাবে সফল করেছে।