১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের অর্থদণ্ডের রায় স্থগিত

0

অর্থপাচার, আত্মসাৎ এবং সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে দেওয়া অর্থদণ্ডের রায় স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মোহাম্মদ হোসেনের করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মোহাম্মদ হোসেনের পক্ষে করা আপিল আবেদনে জামিনের জন্য আর্জি জানানো হয়। একই সঙ্গে খালাস চেয়েও আপিল করেন তিনি।

মোহাম্মদ হোসেনের আপিলের বিষয়টি সোমবার (৭ নভেম্বর) গণমাধ্যমকে জানান দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com