৩ দলের সঙ্গে বৈঠক, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির তাগিদ যুক্তরাষ্ট্রের

0

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলসহ সব অংশগ্রহণকারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানিয়েছেন ঢাকায় সফররত মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

সোমবার (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বৈঠকে আফরিন আক্তার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলসহ সব অংশগ্রহণকারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

এদিকে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী সোমবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মাসুদ বিন মোমেন জানিয়েছেন, তারা দুদেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

৫ নভেম্বর রাতে দুদিনের সফরে ঢাকায় আসেন মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

রোববার (৬ নভেম্বর) এক বৈঠক শেষে আফরিন আক্তার বলেছিলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com