রাশিয়াকে ইরানের অস্ত্র সরবরাহের পরিকল্পনা ‘অগ্রহণযোগ্য’: ন্যাটো

0

ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে মস্কোকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রসহ অস্ত্র সরবরাহের পরিকল্পনা ‘অগ্রহণযোগ্য’।

কিয়েভ ও তাদের পশ্চিমা মিত্ররা রাশিয়াকে ড্রোন সরবরাহ করায় ইরানকে দায়ী করে আসছে।

ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘আমরা লক্ষ্য করছি যে ইরান রাশিয়াকে ড্রোন দেয়ার প্রস্তাব দিচ্ছে এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয় বিবেচনা করছে।’

তিনি বলেন, ‘এটি একেবারে অগ্রহণযোগ্য। রাশিয়ার এই অবৈধ যুদ্ধে কোনো দেশের মস্কোকে সহায়তা করা উচিৎ হবে না।’

কিয়েভ জানায়, ইউক্রেনের সাধারণ মানুষের বিরুদ্ধে ইরানের প্রায় ৪০০ ড্রোন ইতোমধ্যে ব্যবহার করা হয়েছে এবং মস্কো প্রায় দু’হাজার ড্রোনের অর্ডার দিয়েছে।

এদিকে তেহরান ইউক্রেনের এমন অভিযোগ প্রত্যাখান করেছে।

স্টলটেনবার্গ আরো বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ব্যর্থ হতে চলায় সেখানে ‘আরো বর্বরতা চালাচ্ছেন’।

তিনি বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামোসহ ইউক্রেনজুড়ে অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে দেখেছি।’

স্টলটেনবার্গ বলেন, রাশিয়া আসন্ন শীতে ইউক্রেনের সাধারণ মানুষকে পানি, বিদ্যুৎ ও গরম করার সুবিধা থেকে বঞ্চিত করতে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

সূত্র : বাসস/এএফপি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com