রংপুরে গণসমাবেশে যেতে বাধা-হামলা ও গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

0

রংপুরে বিএনপির গণসমাবেশে বাধা দেওয়াসহ সারাদেশে দলটির নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদ এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। নাইটেংগেল মোড় ঘুরে মিছিলটি নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরে সমাবেশে তিনি সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

রুহুল কবির রিজভী বলেন, এ সরকারের সময় শেষ হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে তারা মরণকামড় দিচ্ছে। সভা-সমাবেশে বাধা দিচ্ছে। নেতাকর্মীদের গ্রেফতার করছে, তাদের ওপর হামলা করছে। এখনো সময় আছে সভা-সমাবেশে বাধা না দিয়ে পদত্যাগ করুন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

তিনি বলেন, সরকারই পরিবহনে ধর্মঘট দিয়েছে। গণপরিবহন বন্ধ রাখতে বাধ্য করছে। পরিবহন নেতারা বিবৃতি দিয়ে তা জানিয়ে দিয়েছেন, তারা ধর্মঘট চান না।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদল নেতা শান্ত, নয়ন, ওমর ফারুক প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com