জনসমর্থন না থাকায় সরকার এখন সন্ত্রাসীবাহিনী দিয়ে দেশ চালাচ্ছে: রিজভী

0

অক্টোবরের ২২ তারিখ খুলনায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে যোগদানকারী বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীবাহিনী। এ হামলায় আহত নেতাকর্মীদের দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল বুধবার (২৬ অক্টোবর) তিনি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি কর্মীদের সঙ্গে দেখা করেন।

শনিবার (২২ অক্টোবর) বিকেলে খুলনা মহাসমাবেশে যাওয়ার পথে হামলায় আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি জেলা বিএনপির সদস্য বিল্লাহ হোসেন, জেলা ছাত্রদলের সদস্য ইউনুস আলীর সঙ্গে দেখা করেন তিনি।

এসময় রিজভী বলেন, জনসমর্থন না থাকায় সরকার এখন সন্ত্রাসীবাহিনী দিয়ে দেশ চালাচ্ছে।

তিনি আরও বলেন, ‘সমাবেশ করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে। এটি কোনো বেআইনি কাজ না। সরকার তার পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলার সমাবেশমুখী মানুষকে পথে পথে হামলা চালিয়ে আহত করেছে। তাদের হামলা অত্যাচারকে ব্যর্থ করে শতভাগ সংহতি জানিয়ে খুলনার সমাবেশকে সফল করেছে জনগণ। এই সমাবেশ প্রমাণ করেছে জনগণ আজ আমাদের পক্ষে। আর সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন’।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com