অল্প কিছুদিনের মধ্যেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে: দুদু

0
অল্প কিছুদিনের মধ্যেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে জানিয়ে ভাইস-চেয়ারম্যান ও খুলনা বিভাগীয় বিএনপির গণসমাবেশের সমন্বয়ক শামসুজ্জামান দুদু বলেছেন, খুব শিগগিরই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

 

 

শনিবার (২২ অক্টোবর) খুলনার সমাবেশে তিনি এ কথা বলেন।

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারদেরকে আর বেশিদিন কষ্ট করতে হবে না। এই সরকার আর বেশিদিন ক্ষমতায় নাই। অল্প কিছুদিনের মধ্যেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া।’

 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকারকে বলবো সময় থাকতে হুঁসে আসেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। তারেক রহমানকে স্ব-সম্মানে দেশে আসার সুযোগ দিন। সোজা কথায় তার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন না হলে বলতে হবে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা।’

 

জনসমাবেশে দলের চেয়ারপারসনের চেয়ার খালি রাখার প্রসঙ্গে দলটির এই শীর্ষনেতা বলেন, ‘এই চেয়ার কি খালি রাখা যায়? কিন্তু শয়তানের দল ক্ষমতায় তারা মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রীকে বন্দি করে রেখেছে। এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রীকে দেশের মানুষ মানে না। এই চোরের সংসদকে দেশের মানুষ মানে না। তারা বেগম জিয়াকে প্রধানমন্ত্রী মানে। সুষ্ঠু নির্বাচন হলে এই সরকার ১০টি আসনও পাবে না।’

 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে আন্দোলনে দলের নেতাকর্মীদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, পাঁচজনকে গুলি করে হত্যা করলো সরকার, আমরা কি এমনি এমনি ছেড়ে দিবে? শ্রীলঙ্কার অবস্থা দেখেন নাই?

 

তিনি আরও বলেন, ‘খুলনা থেকে শপথ, শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন করতে দেবো না। আওয়ামী লীগের লোকেরা বলেছিল পদ্মার এপারে কোনো সমাবেশ করতে দেবো না। তারা একটু এসে দেখুক, লজ্জা পাবে। এখানে জনসমুদ্র হয়েছে।’

 

এ সময় তিনি কারাবন্দী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের মুক্তি দাবি করেন।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com