ভয় পাবেন না, সরকারের কোনো অন্যায় আদেশ পালন করবেন না: পুলিশকে গয়েশ্বর
খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে অংশ নিয়ে পুলিশকে ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে অন্যায় আদেশ না পালনেরও আহ্বান জানান তিনি।
শনিবার (২২ অক্টোবর) বিকেলে খুলনার ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গয়েশ্বর বলেন, আমাদের যুদ্ধটা পুলিশের বিরুদ্ধে না। পুলিশ বাহিনীকে বুঝতে হবে তারা জনগণের টাকায় চলে তাদের সেবা করার জন্যে। পুলিশ বাহিনী প্রধানমন্ত্রীর বাসার চাকর-বাকর না; যে যা বলবে তাই শুনতে হবে। ভয় পাবেন না, সরকারের কোনো অন্যায় আদেশ পালন করবেন না।