বিএনপির সমাবেশের কথা শুনলে পরিবহন মালিকরা ভয় পায়: কাদের
বিএনপির কর্মসূচিতে পরিবহন মালিকরা ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পরিবহন মালিকরা বিএনপির সমাবেশের কথা শুনলেই এখন ভয় পান। তারা জানমালের ক্ষতির ভয় পাচ্ছেন। সে কারণে পরিবহন বন্ধ করেছে। আমরাতো আর বিআরটিসির বাস বন্ধ করছি না।
শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি ‘দ্য মাইন্ড বিহাইন্ড দ্য মিরাকেল: শেখ হাসিনা লিডস ডেভেলপমেন্ট’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুলনায় সমাবেশ সামনে রেখে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। বিএনপি লাঠিতে কেন পতাকা টানায়, এটা কিসের আলামত এই প্রশ্নও করেন তিনি।
‘১০ ডিসেম্বর থেকে বিএনপি দেশ চালাবে’ এ বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, ‘এটা রঙিন খোয়াব। বিএনপি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। ডিসেম্বর বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমরাই উজ্জ্বীবিত থাকবো।’