বাস বন্ধ করে সমাবেশ পণ্ডের চেষ্টা আওয়ামী লীগের পরাজয়ের বহিঃপ্রকাশ: সাকি

0

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গণআন্দোলনের ভয়ে নার্ভাস সরকার। তারা দুইমাসে পাঁচজন মানুষকে মিছিল-সমাবেশে গুলি করে হত্যা করেছে। সমাবেশে মানুষের ঢল রুখতে না পেরে তারা বিরোধী রাজনৈতিক দলের সমাবেশ পণ্ড করতে পরিবহন বন্ধ রাখতে অঘোষিত হরতাল করছে এ সরকার। এটা আওয়ামী লীগের পরাজয় ছাড়া আর কিছু নয়।

গতকাল শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নতুন গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করতে চাই। সংবিধান সংস্কার, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, শাসনতান্ত্রিক সংস্কারসহ নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সাত দফা উত্থাপন করেছি। গণতন্ত্রের উত্তরণের পথে না আসলে ভারত বা অন্য কোনো রাষ্ট্রের দিকে তাকিয়ে থেকে এবং হামলা-মামলা কিংবা গুলি করে শেষ রক্ষা হবে না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com