বিএনপির সমাবেশে জনগণের যে স্রোত সৃষ্টি হয়েছে তা ঠেকানোর শক্তি সরকারের নেই: নজরুল

0

বিএনপির সমাবেশ নিয়ে আওয়ামী লীগ নেতাদের মন্তব্যকে ‘তাদের পতনের ভয়ে আর্তচিৎকার’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ তাদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে না। তারা বিএনপির সমাবেশ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে। চট্টগ্রামের সমাবেশ নিয়ে তারা বলেছে, ‘সমাবেশে লোক হয় না, জব্বারের বলী খেলায় এর চেয়ে বেশি মানুষ হয়।’ এটা হলো আওয়ামী লীগের পতনের ভয়ে আর্তচিৎকার।’’

গতকাল শুক্রবার (২১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘মুক্তির পঙক্তিমালা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘যারা জনসভায় অংশ নিচ্ছে সবাই বিএনপির নেতাকর্মী নয়। অসংখ্য জনগণ যুক্ত হচ্ছে। যখন সাধারণ মানুষ আন্দোলনে যুক্ত হয়, তখন আন্দোলন বেগবান হয়। তখন আন্দোলন বিজয় লাভ করে। এই স্রোতকে দমন করার শক্তি সরকারের নেই।’

গাড়ি বন্ধ করে বিএনপির সমাবেশের জনস্রোত ঠেকানো যাবে না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘খুলনার জনসভায় যাতে জনগণ অংশগ্রহণ করতে না পারে, সেজন্য পথে পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। গাড়ি বন্ধ করে দিয়েছে। প্রাইভেট গাড়িতে যারা যাতায়াত করছে, তাদের আটক করে পরীক্ষা করা হচ্ছে। তাদের মোবাইল পরীক্ষা করা হচ্ছে, সেখানে বিএনপির কোনও ছবি আছে কিনা। তবু বিএনপির জনসভায় জনস্রোত হচ্ছে। গাড়ি-ঘোড়া বন্ধ করে দিয়ে জনস্রোত বন্ধ করা যাবে না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com